ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল এন্ড কলেজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক পরিচালিত এবং বুয়েট ক্যাম্পাসে অবস্থিত একটি স্বনামধন্য বিদ্যালয়। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত ’পলাশি গার্লস স্কুল’ ১৯৯২ সালে ”ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল ” নামকরণ করা হয়। সময়ের সাথে সাথে স্কুলের কলেবর বৃদ্ধি ও ছাত্রীদের ফলাফলের অগ্রগতির ধারা বজায় রাখার প্রচেষ্টা অব্যহত আছে।
বর্তমানে প্রতিষ্ঠানে প্রাথমিক শিক্ষা সমাপনী, জে এস সি পরিক্ষা শতভাগ সাফল্য অর্জিত হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যায়নরত ছাত্রীদের সুশিক্ষা ও সুশৃঙ্খল জীবন গঠনের লক্ষ্যে অভিজ্ঞ শিক্ষকমন্ডলি নিরলস পরিশ্রম করে চলেছেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়র অভ্যন্তরে শান্ত ও সিনিগ্ধ সবুজে ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশে এ প্রতিষ্ঠানের অবস্থান হওয়ায় শিক্ষার পাশাপাশি ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য পদাধিকার বলে এ প্রতিষ্ঠানের সভাপতি। তবে তিনি সচারচর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র অধ্যাপককে সভাপতি মনোনয়ন করেন। তাঁর মনোনীত একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষাবিদের সভাপতিত্বে একটি বিশেষ ধরনের ম্যানেজিং কমিটি এ প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন পরে থাকেন।
বর্তমান ব্যবস্থাধীন সভাপতি মহোদয় ছাড়াও ম্যানিজিং কমিটিতে উপাচার্য মোহদয় মনোনীত তিনজন অভিভাবক প্রতিনিধি এবং দুই জন শিক্ষক প্রতিনিধি রয়েছেন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য সচিবের দ্বায়িত্ব পালন করে থাকেন। ছাত্রীদের শিক্ষা তথা সার্বিক মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের সুনামের সাথে সম্মান বৃদ্ধির জন্য ৩৩ জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা ও ৯ জন কর্মকর্তা/কর্মচারি নিরলস পরিশ্রম করে চলছেন।