Management System

ইনজিনিয়ারিং ইউনিভারসিটি গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা পদ্ধতি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য পদাধিকার বলে এ প্রতিষ্ঠানের সভাপতি। তবে তিনি সচারচর প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র অধ্যাপককে সভাপতি মনোনয়ন করেন। তাঁর মনোনীত একজন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষাবিদের সভাপতিত্বে একটি বিশেষ ধরনের গভর্নিং বডি এ প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন পরে থাকেন।

বর্তমান ব্যবস্থায় সভাপতি মহোদয় ছাড়াও গভর্নিং বডিতে উপাচার্য মোহদয় মনোনীত তিনজন অভিভাবক প্রতিনিধি এবং দুই জন শিক্ষক প্রতিনিধি রয়েছেন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্য সচিবের দ্বায়িত্ব পালন করে থাকেন। ছাত্রীদের শিক্ষা তথা সার্বিক মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের সুনামের সাথে সম্মান বৃদ্ধির জন্য ৩৩ জন দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকা ও ৯ জন কর্মকর্তা/কর্মচারি নিরলস পরিশ্রম করে চলছেন। গভর্নিং বডিকে সহযোগিতা , কার্যক্রম সুষ্ঠভাবে পরিচালনা ও প্রতিষ্ঠানের সার্বিক মানোন্নয়নের জন্য গভর্নিং বডি সাধারণত পাঁচটি উপ-কমিটি গঠন করে থাকেন। অর্থ, শিক্ষা, উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ, শৃঙ্খলা ও ক্রয় উপ-কমিটি। এসকল উপ-কমিটি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী সমন্বয়ে তিন/চারজন সদস্য নিয়ে গঠন হয়।