ছোটদের প্রতি কোমল হওয়া
Dr. M. Ashiqur Rahman || 12-Jul-2025 || 3 Last Updated: 12-07-2025 02:54 AM

শিরোনাম: কোমলতায় গড়ে ওঠে ভালোবাসার বন্ধন
শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের সঙ্গে রুক্ষ বা কঠোর আচরণ নয়, দরকার ভালোবাসা ও সহানুভূতির। কোমল ব্যবহার শিশুর আত্মবিশ্বাস বাড়ায় এবং মানসিক বিকাশে সাহায্য করে। একটুখানি আদর বা প্রশংসা তাদের মুখে হাসি ফোটাতে পারে এবং জীবনভর মনে রাখার মতো স্মৃতি হতে পারে। শিশুদের ভালোবাসা ও যত্নে রাখলে তারাই একদিন গড়ে তুলবে মানবিক সমাজ।