সালামের ফায়দাসমূহ এবং গুরুত্ব
Dr. M. Ashiqur Rahman || 12-Jul-2025 || 8 Last Updated: 12-07-2025 03:40 AM

শিরোনাম: সালাম—ভ্রাতৃত্বের সূচনা
ইসলামে সালাম দেওয়ার গুরুত্ব অপরিসীম। “আসসালামু আলাইকুম” বলার মাধ্যমে শুধু একটা কথোপকথনের সূচনা হয় না, বরং একজন অপরজনকে শান্তির বার্তা দেন। এতে পারস্পরিক সম্পর্ক দৃঢ় হয় এবং সমাজে সৌহার্দ্য বাড়ে। প্রিয় নবী (সা.) সালামকে ভালোবাসার নিদর্শন হিসেবে উল্লেখ করেছেন। একটি সাধারণ সালাম সমাজে সৌহার্দ্য, ভালোবাসা ও শান্তি প্রতিষ্ঠা করতে পারে।