শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় স্কুলে রয়েছে একদল সুশিক্ষিত, উদ্যমী ও অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক। তাঁদের একান্ত ও আন্তরিক প্রচেষ্টায় বিগত বছরগুলোতে অনুষ্ঠিত বিভিন্ন পাবলিক পরীক্ষায় স্কুলের শিক্ষার্থীদের ফলাফল উত্তরোত্তর উন্নতির পথে অগ্রসরমান।
ক্র. নং | শিক্ষকদের নাম | পদবি | শিক্ষাগত যোগ্যতা |
---|---|---|---|
১. | আশুতোষ চন্দ্র সরকার | প্রধান শিক্ষক | এমএসএস (রাষ্ট্রবিজ্ঞান), এমএড |
২. | তহশীনা আনজুম | সহকারী শিক্ষক (ICT) | বিএসএস (সম্মান), এমএসএস (অর্থনীতি), বিএড |
৩. | সবিতা রাণী দে | সহকারী শিক্ষক | বিএসএস (সম্মান), এমএসএস (সমাজ বিজ্ঞান), বিএড |
৪. | মিনু আক্তার | সহকারী শিক্ষক | বিকম (সম্মান), এম কম (ব্যবস্থাপনা), বিএড |
৫. | মাহমুদা বেগম | সহকারী শিক্ষক | বিএসএস, বিএড |
৬. | রেহানা বেগম | সহকারী শিক্ষক | বিএসএস, বিএড |
৭. | উম্মে কুলসুম | সহকারী লাইব্রেরিয়ান | ডিপইন লাই, বিএসএস, বিএড |
৮. | শায়লা পারভীন | সহকারী শিক্ষক | বিএসসি (সম্মান), এমএসসি (উদ্ভিদ বিদ্যা), বিএড, এমএড |
৯. | বিজন কুমার হালদার | সহকারী শিক্ষক | বিএফএ (সম্মান), এম এফ এ(পেইন্টিং), বিএড |
১০. | তাসলিমা বেগম | সহকারী শিক্ষক | বিকম(সম্মান), এমকম(হিবি), বিএড |
১১. | সাফিয়া খাতুন | সহকারী শিক্ষক | বিএ(সম্মান), এমএ(ইংরেজি),বিএড |
১২. | লিপি আক্তার | সহকারী শিক্ষক | বিএসএস(সম্মান), এমএসএস(রাষ্ট্রবিজ্ঞান), বিপিএড |
১৩. | নাসরিন আক্তার | সহকারী শিক্ষক | বিএ (সম্মান), এমএ(বাংলা), বিএড |
১৪. | জান্নাতুল ফেরদৌস | সহকারী শিক্ষক | এমএ(ইংরেজি) |
১৫. | ইমরান হোসাইন | সহকারী শিক্ষক | এমএসসি |
১৬. | আব্দুস সোবহান | সহকারী শিক্ষক | বিএ(সম্মান),মানবিক |
১৭. | এ কে এম হাবিব উল্লাহ | সহকারী শিক্ষক | বিএসসি, এম.ফিল(পদার্থবিদ্যা) |
১৮. | মরিয়ম খান | সহকারী শিক্ষক | বিএসসি, এমএসসি(গণিত) |
১৯. | আমাতুন নূর মুবাশশিরা | সহকারী শিক্ষক | দাওরা হাদিস (তাকমীল) |
২০. | জান্নাতুল মাওয়া | সহকারী শিক্ষক | এমএসএস |
২১. | ফেরদৌসি সুলতানা | সহকারী শিক্ষক | এমএ(ইংরেজি), এমএড |
২২. | পিয়া সাহা | সহকারী শিক্ষক | বিএসএস(সম্মান), এমএসএস(সমাজ কল্যাণ),বিএড |
২৩. | সুলতানা রাজিয়া | সহকারী শিক্ষক | বিএসসি(সম্মান), এমএসসি(প্রাণীবিদ্যা), বিএড |
২৪. | নাজমুন্নাহার | সহকারী শিক্ষক | এমএসএস, বিএড |
২৫. | সামসুন্নাহার | সহকারী শিক্ষক | বিএসসি(সম্মান), এমএসএস(গার্হস্থ্য অর্থনীতি), বিএড |
২৬. | ইসমোতারা খানম | সহকারী শিক্ষক | বিএসসি(সম্মান), এমএসসি(উদ্ভিদবিদ্যা) |
২৭. | সারমিন আফরোজ | সহকারী শিক্ষক | বিএসএস(সম্মান), এমএসএস(অর্থনীতি) |